জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২ তম ব্যাচ) শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বাইক দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার ( ১৬ই জুলাই ) রাত ৯.৩০ মিনিটে ঢাকা মেডিকেলের আই.সি.ইউ তে চিকিৎসারত অবস্থায় আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,”সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ মারা গিয়েছে এই তথ্যটি আমরাও জেনেছি। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তার পরিবার যদি চায় তাহলে ক্যাম্পাসে তার জানাজার ব্যাবস্থা করা হবে।
সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তাৎক্ষণিক সেখানে যান এবং তিনি বলেন,”তার পরিবার চাইছে না পোসটমর্টেম করতে। তবে যদি পোস্টমর্টেম করা হয় তাহলে ১দিন সময় লাগবে। অন্যথায় আজ রাতের মধ্যেই তার পরিবার লাশ নিয়ে যেতে পারবেন। তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। ”
চিকিৎসারত ডাক্তার জানান, বাইক দুর্ঘটনায় তিনি মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হন এবং এতে তার প্রাইমারি ব্রেইন ডেমারেজ হয়। কিন্তু অক্সিজেন লেভেল কমে গেলে তিনি অক্সিজেন গ্রহণ করতে পারেননি। এতে তিনি মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য, ১১ জুলাই (সোমবার) বাইক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঢাকা মেডিকেলের আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার পিতা না থাকায় তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যাক্তি। প্রচন্ড পরিশ্রমী ও মেধাবী এই শিক্ষার্থী তার ছোট দুই বোন ও নিজের পড়ালেখা সহ পরিবারের যাবতীয় খরচ বহন করতেন। তিনি জবিরিইউ ( জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিট) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
বিএসডি/ফয়সাল