নিজস্ব প্রতিনিধি
একজন নারী কখন বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কখন সন্তান নেবেন এবং কতজন সন্তান নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার সাধারণ অধিকার।
রোববার (২৯ আগস্ট) সচিবালয় থেকে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের (এসআরএইচআর) তৃতীয় জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, এই অধিকারের মধ্যে আরও আছে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করবেন কি করবেন না এবং নিরাপদ মাতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা স্বাধীনতা।
প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসে কর্মরত নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গার্মেন্টসে কর্মরত নারীদের জন্য সাভারে কর্মজীবী নারী হোস্টেল ও শিশুদের জন্য ১৬টি ডে-কেয়ার সেন্টার পরিচালনা করছে।
গার্মেন্টস সেক্টরে কর্মরত নারী ও তাদের শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়নে মাসে ৮০০ টাকা করে তিন বছর মেয়াদে ‘কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা’ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ ও নেদারল্যান্ডের এসএনভি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএসডি/এমএম