নিজস্ব প্রতিবেদক:
ভালো ক্রিকেট খেলার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে মেয়েদের অনুপ্রেরণার উৎস হতে চান জাহানারা আলম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী দলের এই পেসার এই লক্ষ্যে যোগ দিয়েছেন আইসিসির #আইডিক্লেয়ার’ ক্যাম্পেইনে।
নারী দিবসে ‘মেয়েদের ক্রিকেটে শতভাগ ক্রিকেট’ ক্যাম্পেইন চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে যোগ দিয়ে জাহানারা বলেন, ‘আমি ঘোষণা করছি আমি কঠোর পরিশ্রম করব এবং ভালো ক্রিকেট খেলে শুধু মাত্র বাংলাদেশে মেয়ে নয়, পুরো বিশ্বের মেয়েদের জন্য উদাহরণ তৈরি করব।’
বর্তমানে বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে আছেন জাহানারা। তার আশা মেয়েদের খেলাধুলায় প্রেরণা হতে পারবেন তারা।
আইসিসি আইডিক্লেয়ার ক্যাম্পেইনে ইউনিসেফের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। ইউনিসেফ নারী ও পুরুষের সমান সুযোগকে প্রাধান্য দেয়। ক্রিকেটের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় মেয়েদের সামাজিক ক্ষমতায়নে ভূমিকা রাখার প্রতি গুরুত্ব দেবে আইসিসিও।
ক্রিকেট পরিবারের মধ্যে লিঙ্গ বৈষম্য দূর করতে এই অঞ্চলের শত কোটি ক্রিকেট ভক্তদের কাছে #IDeclare ব্যবহার করার আহবান জানিয়েছে আইসিসি।
এই ক্যাম্পেইনে যোগ দিয়ে ভারতের নারী দলের অধিনায়ক মিতালি রাজও প্রতিশ্রুতিবন্ধ হয়েছেন, ‘আমি ঘোষণা করছি যে আমি তরুণ মেয়েদের খুঁজে বের করব, এবং অনুশীলন করিয়ে এই খেলায় নিয়ে আসব।’
এবার ওয়ানডে বিশ্বকাপে আলাদা নজর কেড়েছেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। কন্যা সন্তানের মা হয়েও খেলা ছেড়ে দেননি। ছোট শিশু সন্তানকে নিয়েই খেলতে এসেছেন বিশ্বকাপে। তার মেয়ের ছবি ও ভিডিও এরমধ্যেই ভাইরাল হয়েছে। বিসমাহ তার মেয়েকেও ক্রিকেটে আসার ব্যাপারে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমি ঘোষণা করছি আমি আমার মেয়েকে ক্রিকেট খেলতে উৎসাহিত করব।’
আইসিসি আশা করে, ভক্তরাও এই ক্যাম্পেইনে যোগ দিয়ে নারীদের ক্ষমতায়নে নিজেদের ঘোষণার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবে।
বিএসডি/ এলএল