স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে অতীতের তেমন কোনো ভালো অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। কিউইদের মাঠে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৩ ম্যাচ খেলেও জয় পায়নি টাইগাররা। টেস্টের অভিজাত ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে ড্রও করতে পারেনি বাংলাদেশ।
নতুন বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুইয়ে ও ক্রাইস্টচার্চে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে টাইগার ব্যাটসম্যানরা কীভাবে রান পেতে পারে- তার একটা প্রাথমিক ধারণা দিলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডের মাঠে ৪ টেস্টের ৮ ইনিংসে ৩১.৭১ গড়ে ২২২ রান করেন মুশফিক। ২০১৭ সালে ওয়েলিংটনে ১৫৯ রানের ইনিংস খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচে কেউ যদি উইকেটে থিতু হতে পারে তাহলে অনেক রান করা সম্ভব। কারণ এখানকার উইকেটে ভালো বাউন্স থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে। রান করতে হলে উইকেটে ধৈর্য ধরে থাকতে হবে।
গত ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড পৌঁছে এতদিন কোয়ারেন্টিনে কাটায় বাংলাদেশ দল। মঙ্গলবার প্রথম অনুশীলনের সুযোগ পায় টাইগাররা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিএসডি/এসএফ