নিহত তরুণের নাম মো. রুবেল ভূঁইয়া (১৮)। তিনি উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত কাজল ভূঁইয়ার ছেলে। রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত তরুণের পরিবার সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর সন্ধ্যায় মাছিমপুর গ্রামের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন রুবেল। রাত আটটার দিকে খেলার একপর্যায়ে নাদিম নামের এক যুবকের কল পেয়ে তিনি মাঠ থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, আজ দুপুরে একজন কৃষক ওই খেতের ধান কাটতে গিয়ে তরুণের অর্ধগলিত লাশ দেখতে পান। আশপাশের লোকজন খবর পেয়ে জেনে ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ গিয়ে বেলা সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুবেলের বড় ভাই আতিক হাসান বলেন, নাদিম ও রিপন নামের দুজন মুঠোফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ঠিক কী কারণে ওই তরুণকে এভাবে হত্যা করা হলো, সেটা তদন্ত ছাড়া বলা যাবে না।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
বিএসডি/ এলএল