নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা আজ রোববার ব্যভিচার ও মানহানির মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করেছেন।
তাদের ফৌজদারি আপিল গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম এমরুল কায়েশ ম্যাজিস্ট্রেটের আদেশ স্থগিত করে চূড়ান্ত শুনানির জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
ম্যাজিস্ট্রেট মামলার বিচার শুরুর জন্য ১০ মার্চ দিন ধার্য করেন।
গত বছরের ২০ ডিসেম্বর নাসিরসহ ২ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান নাসির ও তামিমার বিয়েকে ‘অবৈধ’ জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন।
একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা যায়, রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
বিএসডি/ এলএল