নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও নীলক্ষেত এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টার স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা প্রথমে নীলক্ষেত এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর রোডে অবস্থান নেয়।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। এ ঘটনার জেরে আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসে। পাশাপাশি তারা গণপরিবহনে হয়রানি বন্ধ ও হাফ পাস কার্যকর করার দাবি জানায়।
বিস্তারিত আসছে……
বিএসডি/এসএসএ