নিজস্ব প্রতিবেদক,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে এক হাজার কেজি আম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর নেপালে পাঠানো হয়েছে।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৬ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে ১ হাজার কেজি (১০০ টি কার্টুন) ফল আম নিয়ে একটি পিকআপ গাড়ি নেপালের উদ্দেশে প্রেরণ করা হয়।
এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ।
এর আগে আম ভর্তি গাড়িটি বাংলাবান্ধা শুল্ক স্টেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন হয়ে নেপালের উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর ত্যাগ করে।
এসএ/এমএম