নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের হাতে-পায়ে ধরতে হবে।
নাসিক নির্বাচনকে সামনে রেখেই আমরা এক ঝাঁক কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জে এসেছি। আজকের বিজয় সমাবেশ জানান দিয়েছে আবারো আইভীকে নৌকায় ভোট দিয়ে নারায়ণগঞ্জের মানুষ জয়যুক্ত করবে।
শুক্রবার বিকালে শহরের জিমখানা নগর বিনোদন কেন্দ্রে (শেখ রাসেল পার্ক) আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানক নাসিক নির্বাচনে আওয়ামী লীগের নিবার্চন পরিচালনা কমিটির প্রধান।
জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এসএম কামাল, সাংগঠনিক সম্পাদক মীর্জা আযম, বিএম মোজাম্মেল হক, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, সুজীত রায় নন্দী প্রমুখ।
এদিকে এই বিজয় সমাবেশ শেষ পর্যন্ত সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর নির্বাচনি সমাবেশে পরিণত হয়। এমনকি কেন্দ্রীয় কোনো নেতাই সমাবেশে বিজয় দিবসের ওপর কোনো আলোচনা করেননি। তারা সবাই বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য দিয়েছেন।
সমাবেশে সেলিনা হায়াত আইভী বক্তব্যের শুরুতেই নৌকার স্লোগান দেন। তিনি বলেন, আমি ২০০৩ সালে নারায়ণগঞ্জের নির্বাচনে দলের পক্ষে জয়লাভ করেছিলাম। তখন বঙ্গবন্ধুকন্যাকে আমি নারায়ণগঞ্জের চাবি তুলে দিয়েছিলাম।
আমার বাবা ১৯৮১ সালে যখন বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে এসেছেন তখন নারায়ণগঞ্জে যে সমাবেশ হয়েছিল সেখানে নারায়ণগঞ্জের চাবি তিনি তার হাতে তুলে দিয়েছিলেন। আমি ২০১১ সালে নির্বাচন করেছি। আবার ২০১৬ সালে নৌকার প্রতীকে জয়ী হয়েছি।
এবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে দোয়া করবেন যেন নৌকার মানসম্মান রাখতে পারি। আপনারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কোনো ষড়যন্ত্রের দিকে যেন আমরা পা না দেই। সব বাধা অতিক্রম করে আগামী ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব এ হলো আমাদের আজকের অঙ্গীকার।
আব্দুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টে তাদের কাছে খবর রয়েছে নারায়ণগঞ্জের ৬৭ ভাগ মানুষ নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত। কোনো শক্তি আইভীকে পরাজিত করতে পারবে না।
মৃণাল কান্তি দাস বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অস্তিত্বের ঠিকানা আপনারা তা আবারও প্রমাণ করবেন, নৌকার বিজয় সুনিশ্চিত।
বিএসডি/এসএফ