আন্তর্জাতিক ডেস্ক:
শুরুতে খানিক চড়া, পরে সুর নরম করে রাশিয়ার দলে ভিড়ে যাওয়া। নিজের দেশে রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে সংকট মীমাংসার চেষ্টা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তবে এখন পর্যন্ত কোনো লাভ হয়নি। বেলারুশ সীমান্তে আলোচনা, ভার্চুয়াল বৈঠক; কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ভ্লাদিমির পুতিন আর ভলোদিমিরি জেলেনস্কির দেশ। এর মাঝেই বেলজিয়ামে রওয়ানা দিয়েছেন, তুর্কি প্রেসিডেন্ট। কিন্তু কেনো?
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ন্যাটোর বিশেষ বৈঠকে যোগ দিতেই বেলজিয়ামের বিমান ধরেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ‘এই সম্মেলনে ন্যাটোকে শক্তিশালী করতে কী কী বাধা রয়েছে সে বিষয়ে দৃষ্টিপাত করা হবে।’
ন্যাটো জোটের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে, সাথে মাদ্রিদে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক পরিকল্পনাও থাকবে আলোচ্য সূচিতে। এছাড়াও এরদোগান বেশ কয়েকটি দেশের নেতাদের সাথে আলাদা বৈঠকে বসবেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়।
রাশিয়ার ইউক্রেন অভিযানের বিষয়টিও আসতে পারে ন্যাটো জোটের আলোচনায়।
বিএসডি/ এমআর