নড়াইল প্রতিনিধি,
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা না মানায় নড়াইলে ৩৩টি মামলায় মোট ৩৩১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (৩ জুলাই) নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় নড়াইলের বিভিন্ন স্থানে সরকারের চলমান লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন। যারা মাস্ক পরিধান করেননি তাদের মাঝে জেলা প্রশাসন নড়াইলের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় বলেও জানান তিনি।
ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণিবিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ব্যক্তিগত যানবাহনসহ সব প্রকার গণপরিবহন। তবে মূল সড়কে কঠোর লকডাউন থাকলেও অলিগলিতে মানুষের চলাচল লক্ষ্য করা গেছে।
নড়াইল/বাপ্পি/সাজ্জাদ