নড়াইল প্রতিনিধি,
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন।
২৩ তারিখ ভোর ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরাও ছিল তৎপর।
রাজধানীসহ সারা দেশে পুলিশ বিভিন্ন এলাকায় টহল, চেকপোস্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার ১৩ নং বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা বাইরে আসা লোকদের জরুরি প্রয়োজন খতিয়ে দেখছেন।
জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলেই চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাদের। সন্তোষজনক জবাব না পেলে অনেককে জেল-জরিমানাও করা হয়েছে এবং বিভিন্ন যানবাহন বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখা হয়েছে।
ঈদের ছুটিতে গ্রামে আসা জনসাধারণকে সচেতন করতে এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে প্রশাসনকে সহায়তা করেছে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াসাবাদের যুব সমাজ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন ছাত্রলীগ।
তারুণ্যের আলো সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি -শেখ মহিদ,সাধারণ সম্পাদক মোঃ মেহেদী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় শেখ এবং সংগঠনের দায়িত্বশীল সদস্য রিফাত, জহিরুল, আরমান ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
তাদের এই সেচ্ছাসেবী সংগঠনকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানায় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিগন ও সাধারণ জনগণ। লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি হারান চন্দ্র পাল এবং পুলিশ উপ- পরিদর্শক মোঃ আবু বক্কর।
তারুণ্যের আলো সংগঠনের সদস্যরা দৈনিক বর্তমান সময়কে জানান, গণ মানুষের প্রতি প্রগাঢ় দায়বদ্ধতা থেকেই আমাদের পথচলা শুরু হয়েছিল৷ সমাজের নানামুখী উন্নয়নে তারুণ্যের আলো মানুষ এবং মানবতার পাশে থাকবে৷
বিএসডি/বাপ্পি/এমএম