মোঃ বাসেদুর রহমান বাপ্পি
নড়াইলে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
এসময় ইউনিয়ন পরিষদে সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টে সকল শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে ইলিয়াছাবাদ ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণপদ ঘোষ,কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বিশিষ্ট সমাজ সেবক মল্লিক মোঃ মাজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগনসহ সাধারণ মানুষের ঢল ছিল দেখার মত।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
বিএসডি/বাপ্পি/এমএম