নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফায় দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ২৭ তম সাক্ষী সার্জেন্ট জিয়াউর রহমানের জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মোট ৮৩ জন স্বাক্ষীর মধ্যে রোববার (১০ অক্টোবর) পর্যন্ত ২৬ জনের স্বাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। সোমবার আরও পাঁচ-ছয়জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
বিএসডি /আইপি