নিজস্ব প্রতিবেদক,
উত্তাল ঢেউয়ের মধ্যে প্রমত্তা পদ্মায় বিকল হয়ে ৪৫ জনের একটি পিকনিকের নৌযান বিকল হয়ে যায়। পরে এক যাত্রী ৯৯৯ এ ফোন করলে তাদের উদ্ধার করা হয়।
রোববার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় ১৫ জন শিশুসহ ৪৫ জন পিকনিকের যাত্রী নিয়ে একটি নৌযান (বাল্কহেড) পাবনার ঈশ্বরদী গড়গড়িয়া শাহপুর থেকে রাজশাহীর বাঘা মসজিদ ও হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয়। তবে নৌযানটি কিছুদূর আসামাত্রই মাছ ধরার জাল পেচিয়ে প্রোপেলার ভেঙে যায়। নদীতে তখন তীব্র স্রোত। নানা চেষ্টা করেও যাত্রীরা ব্যর্থ হন। এভাবেই নদীতে প্রায় এক ঘণ্টা যাত্রীদের নিয়ে নৌযানটি ভাসতে থাকে। তবে এরই মধ্যে নৌযানের যাত্রী আলিমুজ্জামান ৯৯৯ এ ফোন করেন। পরে ফোনটি পাবনা ও রাজশাহী পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করা হয়। যাত্রীদের উদ্ধারে লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হাসান একটি নৌযান নিয়ে ভাসতে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। তাদের ফাঁড়িতে রাত কাটানোর সব ধরনের ব্যবস্থা এবং খাবার ও পানীয় সরবরাহ করা হয়।
বিএসডি/আইপি