চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় সাংসদ হারুনুর রশীদ।
আজ সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন আলোচনায় অংশ নিয়ে সাংসদ হারুন এই দাবি জানান।
হারুনুর রশীদ বলেন, পরীমনি দেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন ধরে বিচারপ্রার্থী, বিচার পাচ্ছেন না। সব গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এটি কি অসত্য?
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুন বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
পরীমনি ও মোসারাত জাহান মুনিয়ার কথা উল্লেখ করে বিএনপির এই সাংসদ প্রশ্ন করেন, আইন কি নেই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে? এই দুটি ঘটনার সঙ্গে যাঁরা জড়িত বলা হচ্ছে, তাঁরা না হয়ে অন্য কেউ হলে তাঁকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হতো। আইনের আওতায় নিয়ে আসা হতো। এঁরা নিঃসন্দেহে মাফিয়া। আইন তৈরি ও সংশোধনের আগে সিদ্ধান্ত নিতে হবে, তা জনগণের কল্যাণে প্রয়োগ করা হবে।