নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গতকাল বুধবার ১৫ নেতাকর্মীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। কিন্তু গতকাল সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার মৃত্যুবরণ করায় কোনো আদালত না বাসায় আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ড শুনানি উপলক্ষে আজ সকালে ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এরপরে তাঁদের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ১৫ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আইনজীবী মেজবাহ আরও বলেন, রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পল্টন ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে।