আন্তর্জাতিক ডেস্ক:
চলমার পরিস্থিতিতে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্রের সরবরাহের বহরে হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, পশ্চিমা অস্ত্রের সরবরাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রুশ বাহিনী।
শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকারে উপ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছি যে বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। অস্ত্র সরবরাহের এসব বহরে রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক ধ্বংসের প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে পশ্চিমাদেশগুলো। আর এসব প্রাণঘাতী অস্ত্র পাঠানোর সম্পর্কে আগেই সর্তক করা হয়েছে। তবে মস্কোর সতর্কবার্তা বোধহয় গুরুত্বসহকারে নেয়নি ওয়াশিংটন’।
রশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তায় সেনা না পাঠাচ্ছে না ন্যাটো। তবে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো অস্ত্রসহ সামরিক সরঞ্জাম পাঠিয়ে সহায়তা করছে জেলেনস্কির সরকারকে। আর্থিকভাবে সহায়তা করছে অনেক দেশ। ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে এর আগেও সতর্কবার্তা দেয় মস্কো।
ইতোমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে অস্ট্রেলিয়া। এছাড়া দেশটিকে সামরিক সহায়তার অংশ হিসেবে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। আর ইউরোপীয় ইউনিয়ন ইতিহাসের প্রথমবার অস্ত্র ক্রয় এবং সরবরাহে অর্থায়ন করছে। এছাড়া জার্মানি এবং নরওয়ে একই পথে হাটছে।সূত্র: আল জাজিরা।
বিএসডি/ এফএস