স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ মানেই ঘুরেফিরে আলোচনায় উইকেটের চরিত্র। সেটি যদি মিরপুর হয়, তবে ওই আলোচনা যেন বেড়ে যায় বহুগুণ। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে এবার ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের চারটিই হবে মিরপুরে। এই সিরিজের আগেও ক্রিকেট সমর্থক থেকে সমালোচক, সবার দৃষ্টি মিরপুরে। কেমন হবে উইকেটের চরিত্র?
মিরপুরের মন্থর উইকেটের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে কুপোকাত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন সাফল্য চোখে দেখেননি ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশ দলের বিশ্বকাপে ভরাডুবির জন্য কাঠগড়ায় স্লো উইকেটে খেলে প্রস্তুতি নেওয়া। পাকিস্তান সিরিজে মন্থর উইকেটের কৌশল থেকে বেরিয়ে আসার আভাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট আবহাওয়ার কারণে ওই রকমই থাকে। এই সময়ে কিন্তু উইকেট ভালো থাকে, আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাবে। এবার উইকেট বিশ্রাম পেয়েছে। কারণ আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাওয়া যাবে।’
তবে বিশ্বকাপে বিধ্বস্ত হওয়ার পেছনে উইকেটকে কাঠগড়ায় তুলতে রাজি নন আকরাম। ব্যর্থতার জন্য খেলোয়াড়দের শরিরী ভাষা, পারফরম্যান্সকে দায়ী করছেন।
আকরামের ভাষায়, ‘উইকেটর জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল সেটা কিন্তু করতে পারিনি।’
প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘পাকিস্তান দল আজ এসেছে। যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপটা হলো, সেখানে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।’
বিএসডি/এসএসএ