জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, পাকিস্তান হারানোর মনোবেদনা আজও ভুলতে পারেননি বিএনপির নেতারা, তাই বিজয়ী জাতির কোনো অর্জনই তাদের চোখে পরে না।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি নেতাদের ‘সব হারিয়েছি’ প্রতিক্রিয়ার জবাবে আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধু আজীবন জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন। তার প্রেরণায় উজ্জীবিত হয়ে আমাদের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।
খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অধ্যাপক শিরীন আক্তার মঞ্জুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কে এম নূরুন্নবী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
এসএ