আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের একটি আদালত ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তৈবা (এলইটি) এর একজন সিনিয়র সদস্য সাজিদ মিরকে অনেকটা নীরবেই সাজা দিয়েছে। মুম্বাই সন্ত্রাসী হামলায় তার ভূমিকার জন্য ভারতের মোস্ট ওয়ান্টেডদের মধ্যে একজন তিনি। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। হামলার জন্য এলইটি-এর অপারেশন ম্যানেজার ছিলেন মীর।
তাদের পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
পাকিস্তানের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, মিরের আদালতের রায় এতটাই নীরবে করা হয়েছিল যে, একটি সংবাদপত্রের একটি খুব সংক্ষিপ্ত প্রতিবেদন ছাড়া কেউ এমন একটি হাই-প্রোফাইল মামলা সম্পর্কে জানতে পারেনি, যা মনোযোগ আকর্ষণ করতে পারেনি।
৪৪ বছর বয়সী মীরকে সন্ত্রাসে অর্থায়নের একটি মামলায় দোষী সাব্যস্ত করার পর এই মাসে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে সাজা দেওয়া হয়। তাকে ৪ লাখ ২০ হাজার পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। বর্তমানে তিনি কোট লাখপত কারাগারে সাজা ভোগ করছেন, ডন পত্রিকা একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
বিএসডি/ফয়সাল