আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী কংগ্রেসওম্যান ইলহান ওমর। বুধবার তিনি ইসলামাবাদে পৌঁছান।
পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ইলহান ওমর আগামী ২৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে থাকবেন। চার দিনের পাকিস্তান সফরে তিনি লাহোর ও আজাদ কাশ্মীর সফর করবেন। এছাড়া তিনি পাকিস্তান সরকারের নতুন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মার্কিন কংগ্রেসে ২০১৮ সালে দু’জন মুসলিম নারী নির্বাচিত হন। তার মধ্যে ডেমোক্রেট দলের হয়ে মিনেসোটা রাজ্য থেকে নির্বাচিত হন ৩৭ বছর বয়সী ইলহান ওমর। ইলহান ওমর মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের প্রতিনিধি। প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে ২০১৯ সালে কুরআন হাতে শপথ নেন। এর মধ্য দিয়ে তিনি হন মার্কিন কংগ্রেসে প্রথম আফ্রিকান শরণার্থী। মিনেসোটা থেকে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিনিধি।
ইলহান ওমরের জন্ম সোমালিয়ায়। পরিবারের সদস্যদের সাথে আট বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের পথে পা বাড়ান। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কেনিয়াতে একটি শরণার্থী শিবিরে কাটান চার বছর। তারপর ১৯৯০ এর দশকে তার পুরো পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়।
বিএসডি/ এমআর