পাবনা প্রতিনিধি:
২২/০৭/২০২২ইং তারিখ অনুমান ০৩.০৫ টার র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থল ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বড়ইচড়া তেঁতুলতলা মোড়স্থ ক্লাসিক ট্যোবাকো লিমিটেড মূল ফ্যাক্টরীর উত্তর পাশের দক্ষিণ মুখী টিন সেড বিল্ডিংয়ের উত্তর পূর্ব কোণের কক্ষে’ অভিযান পরিচালনা করে ফারুক হোসেন (৩৪), পিতা-মৃত আজের উদ্দিন সরকার, সাং-কল্যাণপুর, ২। মাসুদ রানা (৩৮), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-আল্লারদর্গা, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয় কে নকল DERBY সিগারেট ১,১১,০০০(এক লক্ষ এগার হাজার) শলাকা, ০২ (দুই) কার্টুন নকল DERBY সিগারেটের খালি প্যাকেট (লেবেল), ৩২ (বত্রিশ) বান্ডিল নকল ব্যান্ডরোল, মোবাইল-০১ টি, সিম-০২ টি, নগদ-২২৫০/- টাকা সহ ০২ জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, তারা এবং পলাতক আসামী ১। আসাদ মোল্লা (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-বড়গান্ধিয়া, ২। মাজেদুল ইসলাম (৪৫) পিতা-মৃত আজের উদ্দিন সরদার, সাং-কল্যাণপুর, ৩। মোঃ তুহিন প্রামানিক (৩২), পিতা-তরিকুল ইসলাম প্রমানিক, সাং-জয়রামপুর সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াগণ এ ধরণের প্রতারণা/জালিয়াতি কাজের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেন। পরবর্তীতে র্যাবের সহযোগিতায় ব্রিটিশ আমেরিক্যান টোবাকো কোম্পানির সিকিউরিটি অফিসার হিসাবে কর্মরত কাজী মর্তুজা রেজা বাদী হয়ে নকল DERBY সিগারেট তৈরী এবং নকল ব্যান্ডরোল প্রস্তুত করে সরকারী শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করেন।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নকল DERBY সিগারেট তৈরী এবং কম্পিউটারে মাধ্যমে প্রিন্ট করা জাল ব্যান্ডরোল প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীগনের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/ এমআর