পাবনা প্রতিনিধি:
সোনালী আঁশের সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ রবিবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পাট দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসন -৪২ এর জাতীয় সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন (জলি ) ।
সভার সভাপতি পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন পাট চাষের বৃদ্ধি তে কৃষককে উদ্বুদ্ধকরণ পাট সংরক্ষণ, বীজ সংরক্ষণ, কৃষকদের ন্যায্যমূল্যের পাইয়ে দেওয়া সহ পাট থেকে উৎপাদিত পাটজাত দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করনের জন্য পাট আইন ২০১৭ বাস্তবায়ন করতে হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা এর উপ-পরিচালক মিজানুর রহমান, পাবনা জেলা পাট চাষী সমিতির সভাপতি সুনীল কুমার চন্দ। আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর পাবনা এর মুখ্য পরিদর্শক হজ্জাতুল রশিদ, পাট অধিদপ্তর পাবনা এর পাট উন্নয়ন কর্মকর্তা মামুন অর রশিদ, পাট পরিদর্শক হালিম সহ পাবনা জেলা কৃষক লীগ এর নেতৃবৃন্দ, প্রান্তিক চাষী, পাট ব্যবসায়ী ও পাটকল মালিকবৃন্দ।
বিএসডি/ এলএল