পাবনা প্রতিনিধি:
বিএসটিআই রাজশাহী কর্তৃক ১৯/০৭/২০২২ইং তারিখ পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সফট ড্রিংকস পাউডার পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধ ভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করায় মেসার্স সেভরি ফুড, দক্ষিণ রাঘবপুর, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০,০০০.০০ (দশ হাজার ) টাকা জরিমানা আদায় করেন এবং বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত থাকতে বলেছেন।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
বিএসডি/ এমআর