পাবনা প্রতিনিধি:
“ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” প্রতিপাদ্য নিয়ে পাবনায় মানববন্ধন ও আলোচনার সভার মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পাবনায় এ্যাসেস টু হিউম্যান রাইট্স ইন্টারন্যাশনাল নামক আন্তর্জাতিক মানবাধিকার পাবনা ডিষ্ট্রিক কো-অডিনেটর মোকারম হোসেন, ও মনিরুল ইসলাম, হারুন শেখ এর নের্তৃতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রেলি ও মাস্ক বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়ে আব্দুল হামিদ রোড হয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে অবস্থান করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের চত্বরে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আব্দুল হামিদ এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাসেস টু হিউম্যান রাইট্স ইন্টারন্যাশনাল পাবনা এর সেক্রেটারী- মিলন, সাংগঠনিক সম্পাদক -শহীদুল্লা বাচ্চু, জাবেদ হোসেনের,দপ্তর সম্পাদকের পরিচালনায়। এছাড়া সর্বিক সহযোগিতা করেন আলম হোসেন -প্রচার সম্পাদক, আরিফ হোসেন ত্রাণ বিষায়ক সম্পাদক, আলমগীরহোসেন, জাকির হোসেন, রনি ইসলাম, আসলাম হোসেন-সদস্য, আশরাফ আলী প্রমুখ।
বিএসডি/এসএফ/নবী নেওয়াজ