পাবনা প্রতিনিধি:
পাবনায় মাদক বিরোধী অভিযানে র্যাব-১২ এর একটি বিশেষ আভিযানিক দল প্রায় ৩২ কেজি গাঁজা ও মিনিট্রাক সহ একজনতে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার আমিনপুরের আহাম্মদপুরে সাকিনে আরাফাত দেওয়ান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে।
এসময় ৩১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি মিনি ট্রাক, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, গাড়ির ফিটনেস কাগজ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ গ্রেফতার করা হয়। এই সময় ঘটনাস্থল থেকে মোঃ মিজানুর রহমান (২৭) ও মোঃ সাগর খাঁন (৩০) নামে দুইজন আসামী পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিএসডি/ এলএল