পিরোজপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তি জোট মনোনীত জাসেম আলম, স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ।
এদিকে গতকাল (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মোঃ আশরাফুর রহমান, কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল লতীফ সিরাজী ও স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মোঃ শহীদুল ইসলাম সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা রিটানিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু, জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর লিটু।
আ.লীগ মনোনীত প্রার্থী মোঃ আশরাফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় একজন ত্যাগী কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘ বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছি। মঠবাড়িয়ার সর্বাস্থরের মানুষ আমাকে ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবি বলেন, এদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে ভালবাসেন। আধুনিক মঠবাড়িয়া গড়তে এখানকার মানুষ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, আমি অবহেলিত মঠবাড়িয়াকে আধুনিক হিসেবে গড়ে তুলেছি। গত ৫ বছরে ৪ হাজার কোটি টাকারও বেশী উন্নয়ন মূলক কাজ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ কখনোই ভুল করবে না। তারা আমাকে ভোট দিয়ে পুণঃরায় জয়যুক্ত করবেন।
বিএসডি/আরপি