মাসুম ফরাজি, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহীন (৪০) ও মিরাজ (৩০) নামের দুই অটো চালককে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় আসামীদের গ্রেপ্তারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার বেতমোর রাজপাড়া বাজারে বিক্ষুব্দ এলাকাবাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুলতান হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইব্রাহীম হোসেন লিটন, আহত শাহীন হাওলাদার, নাসির হোসেন হাওলাদার, ইমাম হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আহত অটো চালক শাহীন বেতমোর রাজপাড়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে ও মিরাজ সুলতান হাওলাদারের ছেলে।
বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী আলমগীর, মুছা ও আলাউদ্দিন হাওলাদার ২০১৯ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার ঘনিষ্টজন পরিচয় দিয়ে তান্ডব চালিয়ে আসছে। আলমগীর পুলিশের হাত থেকে আসামী ছিনতাই ও পুলিশি কাজে বাঁধা দেয়ার ১৭ নং এজাহার নামীয় আসামী। সম্প্রতি রাতের অন্ধকারে কে বা কাহারা আলমগীর ও মুছাকে মারধর করে। এ ঘটনায় অটো চালক শাহীন ও মিরাজ জড়িত, এমন সন্দেহে শাহীনকে গত ২ নভেম্বর বিকেলে এবং মিরাজকে ১০ নভেম্বর সকালে সন্ত্রাসী আলমগীর, মুছা, আলাউদ্দিন হাওলাদার ও তাদের দলবল প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মঠবাড়িয়া আদালতে ও থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগীরা।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএসডি/আরপি