নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজারের একাধিক ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা রোধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী চীনা কনসোর্টিয়াম বিনিয়োগকারীদের অর্থ ক্লিয়ারিং হাউজে রাখার প্রস্তাব দিয়েছে। তাদের এ প্রস্তাব ডিএসই থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।
সোমবার (১২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী যে প্রস্তাব দিয়েছে তা আমরা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক কমিশনে পাঠিয়েছি।’
বিএসইসি সূত্রে জানা গেছে, কৌশলগত বিনিয়োগকারীর দেওয়া প্রস্তাবটি গুরুত্ব সহকারে দেখবে কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলবে বিএসইসি। এছাড়া, এ বিষয়ে নতুন কোনো নীতিমালা প্রয়োজন হলে তাও যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।