জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের হালুয়াঘাটের একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থী। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার হালুয়াঘাট উপজেলার ৮ নম্বর নড়াইল ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন মো. সাইফুল ইসলাম। তিনি ২০১১ সাল এবং ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আর নির্বাচনে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করেন মো. হারুন অর রশিদ। কিন্তু ভোট শেষে বেসরকারি ফলাফলে তারা পরাজিত হন।
তাদের অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডের কাওয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার সময় কেন্দ্রর আশপাশে সিলযুক্ত ব্যালট পাওয়া যায়। পরবর্তীতে উত্তেজিত লোকজন কেন্দ্র অবরুদ্ধ করলে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সংক্ষুব্ধদের লিখিত অভিযোগের কথা বলে পরিস্থিতি শান্ত করে চলে যান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকার প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট গণনা করা হয় এবং কোনো প্রকার স্বাক্ষর রাখা হয়নি। যা দুর্নীতির সামিল।
বিষয়টি নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম গতকাল সোমবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি ফের নির্বাচনের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম। আরও বক্তব্য দেন মেম্বার প্রার্থী মো. হারুন অর রশিদ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খান, যুবলীগ নেতা পল্লব ভাট, সুব্রত সরকার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।