রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পেটে ইয়াবা বহনকারী এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উত্তরা-৩ নম্বর সেক্টর থেকে জান্নাতুল ফেরদৌস ববি ও এক শিশুকে আটক করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
উত্তরা বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে উভয়েই এলোমেলো কথাবার্তা বলতে থাকে। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অভিনব কায়দায় পেটে পলিথিন ও কালো স্কচটেপে মোড়ানো ইয়াবা ট্যাবলেট বহনের বিষয়টি জানায় তারা। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অফিসার ও ফোর্সসহ আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে পরীক্ষা-নিরীক্ষা করে ও তাদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে ওষুধ প্রয়োগ করে আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও ওই শিশুর পায়ুপথের মাধ্যমে পলিথিন ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক হওয়া আসামি ও ওই শিশু জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট মুখের মাধ্যমে অভিনব কায়দায় পেটে ঢুকিয়ে বিমান যোগে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিএসডি/ এফ এ