ফ্রান্স:
বর্ণাঢ্য আয়োজনে ফ্রান্সের প্যারিসে আব্দুস সহিদ-ছাইম উদ্দিন ফুটবল টুর্নামেন্ট-২০২১ শেষ হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্যারিসের সেভরন লিভরি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব-ফ্রান্স, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দল, বাংলাদেশ ইলেভেন স্টার ফুটবল ক্লাব ও বৈরাগীবাজার ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
ফাইনালে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দলকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বৈরাগীবাজার ফুটবল একাদশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তুহিন খান। যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রায়হান আহমদ ও লিটন।
ফাইনাল খেলা ফ্রান্স প্রবাসী আবুল হাসানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী শাহ জামাল।আমন্ত্রিত অতিথি ছিলেন বিকশিত নারী সংস্থা ফ্রান্স শাখার প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ সাহেদ আলী, এনামুল হক (দলা), মনাই মিয়া, মুসলিম উদ্দিন, মুজিবুর রহমান, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আব্দুস সহিদ, ছাইম উদ্দিন, রেজাউল করিম লিটন, হেলাল মোহাম্মদ ও আকমল হোসেনসহ অনেকে।
এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি তুতিউর রহমান তোতা।