বিনোদন ডেস্ক:
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান তাঁর অভিনয়জীবনের দ্বিতীয় ছবিটি করেছিলেন তমিজ উদ্দিন রিজভীর পরিচালনায়। ২৭টি চলচ্চিত্রের মধ্যে দুটিতে সালমান শাহ পরিচালক হিসেবে পেয়েছিলেন তাঁকে। এ পরিচালকের প্রথম চলচ্চিত্র ছোট মা, যেটির নায়িকা ছিলেন অঞ্জনা। এ চলচ্চিত্রের দুটি গান ‘মনে বড় আশা ছিল তোমাকে শোনাব গান’, ‘ও রানা আমার রানা তুই যে খাঁটি সোনা’, শ্রোতাপ্রিয়তা পায়। রিজভী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এও নায়িকা ছিলেন অঞ্জনা। এই চলচ্চিত্রের ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’ গানটি দর্শক-শ্রোতাদের পাশাপাশি তরুণ প্রজন্মের শিল্পীদেরও ভীষণ প্রিয়।
ছেলে শুভ রিজভী জানালেন, তাঁর বাবার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ১১টি। এসব চলচ্চিত্রের মধ্যে আছে ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘তুমি আমার’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও ‘আশীর্বাদ’এর মতো ছবি তিনি উপহার দিয়েছেন। মৃত্যুকালে তমিজ উদ্দিন রিজভী স্ত্রী, এক মেয়ে, তিন ছেলে, নাতি–নাতনিসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিএসডি/ এমআর