ক্রীড়া ডেস্ক,
শুরু যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বুধবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দল দুটি। মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ভারত। অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজের বাউন্সারে চোট পেয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ফলে প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সফরকারীদের।
সিরিজ শুরুর প্রায় দেড় মাস আগে ইনজুরিতে পড়েন ভারতের নিয়মিত ওপেনার শুভমান গিল। আর তাতেই কপাল খুলে যায় মায়াঙ্কের। তবে সুযোগ কাজে লাগানোর আগেই কপাল পুড়ল তার। আরেক ওপেনারের ইনজুরিতে সুযোগ পেয়ে ছিটকে গেলেন নিজেই ইনজুরিতে পড়ে।
মঙ্গলবার এক সংবা বিজ্ঞপ্তিতে মায়াঙ্কের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজের বাউন্সারে মাথায় আঘাত পান আগারওয়াল। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।
আগারওয়ালের এই ইনজুরিতে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। এছাড়া মাঠে নামার সম্ভাবনা আছে অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরনেরও।
বিএসডি/আইপি