আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটন যাচ্ছেন। ইসরাইলের ঘনিষ্ট মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘নতুন করে’ সম্পর্কোন্নয়ন এবং চির শত্রু ইরান বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর আশায় তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বেনেত বৃহস্পতিবার বাইডেনের সাথে সাক্ষাত করবেন এবং আমেরিকার এ শীর্ষ ডেমোক্রেটের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবেন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে এ শীর্ষ ডেমোক্রেট নেতা তার বিরাগভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে রিপাবলিকান দলকে এভাবে সরাসরি সমর্থন জানানোয় নেতানিয়াহুকে দায়ী করা হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরাইল বিষয়ক সিনিয়র পলিসি এ্যাডভাইজার স্কট লসানস্কি এএফপি’কে বলেন, ‘বর্তমানে এ দুই দেশের মধ্যে বড় ধরনের লেনদেন দ্বিপাক্ষিক সম্পর্ক সতেজ ও পুন:স্থাপন করছে।’
ওবামা প্রশাসনের মধ্যস্থতায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির সরাসরি কঠোর সমালোচনা করার মাধ্যমে নেতানিয়াহু ডেমোক্রেটিক নেতাদের থেকে অনেক দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের ওই প্রশাসনে বাইডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় নতুন পদক্ষেপের ইঙ্গিত দেন।
লাপিদ বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই ভুল করা হচ্ছিল। ইসরাইলের দ্বিদলীয় অবস্থান ভুল ছিল। আমরা এক সাথে কাজ করে এসব ভুলের নিরসন ঘটাবো।’
বিএসডি/এএ