কুবি প্রতিনিধি
কুবি শিক্ষার্থীদের জন্য ‘ফিউচার লিডার্স প্রোগ্রাম’ এর আয়োজন করছে ইএলডিসি।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও উদ্যোক্তাদের সংগঠন ‘অন্ট্রোপ্রিনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) – ১.০।সদ্য গ্র্যাজুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য রয়েছে উন্মুক্ত রেজিস্ট্রেশন। ৭ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে এ রেজিস্ট্রেশন।প্রোগ্রামটি সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক জহির রায়হান বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে,নিজের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলার সুযোগ পাবে এবং প্রফেশনালদের সাথে স্ট্রং নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবে।
প্রোগ্রামটিতে যেসব ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সম্পর্কে ধারণা ও তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিখতে পারবে টিম ওয়ার্ক, কমিনিউকেশন স্কিল, লিডারশীপ স্কিল, রেসপনসেবলিটি, প্রবলেম সল্ভিং, ওয়ার্ক অ্যাবিলিটি ও যৌথ আলোচনা। উল্লেখ্য, প্রায় একই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে পরিচালিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি সংগঠনের সাথে এবং ৮টি জাতীয় পর্যায়ের সংগঠনের সাথে সরাসরি কাজ করছে ইএলডিসি। এছাড়াও সদস্যরা বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টি-ন্যাশনাল কর্পোরেটদের সাথে সরাসরি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
বিএসডি মুছা