বিনোদন ডেস্ক:
দেশবরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরেই অভিনয়ে অভিষেক হয় অনুভব মাহাবুবের। ফারুকীর পরিচালনায় নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’-এ কাজ করার সুযোগ পান।
পরে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে অভিনয় করার সুযোগ আসে অনুভব মাহাবুবের।
তবে অভিনয় করে আলোচনায় আসেন তিনি সাগর জাহানের পরিচালনায় ঈদ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামেতে অভিনয় করে। পরে একই পরিচালকের ‘এভারেজ আসলাম’ নাটকে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হন তিনি।
সময়ের ধারাবাহিকতায় শিহাব শাহীন, সকাল আহমেদ, অনিমেষ আইচ, মহিদুল মহিম’সহ আরও বেশ কজন পরিচালকের নাটকে নিয়মিত অভিনয় করে নিজেকে একজন অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন।
অনুভব মাহবুব অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- ‘দারুচিনি দ্বীপ’, ‘নোলক’, ‘শাহেন শাহ’, ‘ধ্যাৎতিরিকি’। এরই মধ্যে তিনি শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘বুবুজান’ এবং পূজন মজমুদারের ‘প্রিয়ারে’ সিনেমার কাজ।
নিজের অভিনয় জীবন প্রসঙ্গে অনুভব মাহাবুব বলেন, একজন ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি। আমার প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় হুমায়ূন ফরীদি স্যার। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি তার সঙ্গে সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। আমার প্রিয় অভিনেত্রী শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা ম্যাডাম। তাকে আমি ভীষণ ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। একজন অভিনয় শিল্পী হিসেবে আমার স্বপ্ন- একটি গল্পপ্রধান সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা।’
তিনি অভিনয় করছেন নিয়মিত ‘প্রবাসী পল্লী’, ‘ শারীরিক শিক্ষা’, ‘সুপার সিক্স’, ‘বউ বিরোধ’ ও ‘মমতাজ মহল’ ধারাবাহিক নাটকে। গেল ঈদে তার অভিনীত দর্শকপ্রিয় নাটক হচ্ছে মিশুক মিঠু পরিচালিত ‘মিস্টার কিপ্টা।
বিএসডি/ফয়সাল