আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানিরা দেশটির সবচেয়ে বড় সম্পদ। কিন্তু দুর্ভাগ্যবশত, পাকিস্তান এই সম্পদ থেকে উপকৃত হতে পারেনি। জিও টিভি।
গতকাল শুক্রবার আপন ঘর অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান খান বলেন, তিনি প্রবাসী পাকিস্তানিদের সাফল্য ও অগ্রগতি দেখেছেন। প্রবাসীদের পাঠানো বিপুল বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে।
তিনি আরও বলেন, প্রবাসীদের দক্ষতাকে কাজে লাগাতে তাদেরকে পাকিস্তানের ফিরিয়ে আনা হচ্ছিল। তবে বিভিন্ন বাধার মুখে প্রকল্পটি আর চালু করা যায়নি। তিনি বলেন, হঠাৎ করে সবকিছু পরিবর্তন করা কঠিন, কিন্তু আমরা সেটার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
পাকিস্তানে বিনিয়োগে সবচেয়ে বড় বাধা হিসেবে দুর্নীতিকে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিমুক্ত পরিবেশে অভ্যস্ত মানুষ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জালের মধ্যে এসে কাজ করতে পারে না। তারপর তিনি বলেন, তবুও আমরা পরিস্থিতির উন্নতির জন্য চেষ্টা করবো। সার্বিক ব্যবস্থায় উন্নতি এনে বিনিয়োগকারীদের নিরাপত্তা দেয়ার চেষ্টা করব।