নিজস্ব প্রতিবেদক
সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত দুদক সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে আসে দুদক। এ সময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পান। এ ছাড়া কম্পিউটার অপারেটর আব্দুস সালামের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ২৩ বছর এক কর্মস্থলে ও উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফারের বিরুদ্ধে ৮ বছর ধরে একই কর্মস্থলে থাকারও সত্যতা পান। যেখানে আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। অন্যদিকে উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বদলির জন্য আবেদন করেননি বরং প্রভাব খাটিয়ে ও দুর্নীতির আশ্রয় নিয়ে তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার কাইলানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে দুটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হওয়ায় বিল পরিশোধ করার ঘটনা জানাজানি হয়। বর্তমানে উপসহকারী প্রকৌশলী আব্দুল গফফার নিজ অর্থায়নে কাজ চালিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।
পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, নাজিরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বর্তমানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাময়িক বরখাস্ত আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একইসঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার আট বছর একই কর্মস্থলে আছেন, যা বিধিবহির্ভূত। উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার এই কর্মস্থলে থাকতে তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।