প্রশাসনিক বাধার কারণে উপজেলা পরিষেদের নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারছেন না বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারছে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করেছিলেন, এখন আর সেভাবে চলছে না উপজেলা পরিষদ।
শনিবার (২৩ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পাশাপাশি এরশাদ সব ধর্মের সব অধিকার নিশ্চিত করেছিলেন বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, তিনি ইউনিয়ন থেকে উপজেলা, জেলা থেকে রাজধানী পর্যন্ত সড়ক যোগাযোগ সৃষ্টি করেছিলেন। শহরের সব সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন।
সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রাষ্ট্রধর্মের সঙ্গে অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার কোনো বিরোধ নেই। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে পল্লীবন্ধু জন্মাষ্টমীর দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন। হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মাবলম্বীদের কল্যাণে ট্রাস্ট গঠন করেছিলেন। সকল ধর্মের সমান সুযোগ সৃষ্টি করেছিলেন। এলজিইডি প্রতিষ্ঠা করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন পল্লীবন্ধু।
সভায় আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।