ক্রীড়া ডেস্ক:
রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হলো কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের ব্যবহৃত জুতো। প্রায় ১৩ কোটি টাকা দাম উঠেছে সেই এক জোড়া জুতোর। ছাড়িয়ে গেছে এযাবতকালের সব রেকর্ড। এখন পর্যন্ত যে সব তারকা খেলোয়াড়ের ব্যবহৃত জুতো পর্যন্ত নিলামে উঠেছে তার মধ্যে জর্ডানের জুতোই বিকোলো সবচেয়ে বেশি দামে।
ক্যারিয়ারজুড়ে সাফল্য কম নেই তার। কোর্টে তার দেখানো অবিস্মরণীয় সব কীর্তি এখনো উঠে আসে আলোচনায়। ১৯৮৪ সালে শিকাগো বুলসের হয়ে প্রথমবারের মতো নেমেছিলেন কোর্টে। সে মৌসুমের পঞ্চম ম্যাচে খেলার সময় লাল-সাদা নাইকির এক জোড়া এয়ার শিপস জুতো পরে নেমেছিলেন তিনি। সেটাই উঠেছিল নিলামে।
মার্কিন বাস্কেটবলের এই মহাতারকা খেলাটাকে বিদায় জানান ২০০৩ সালে। তার প্রথম মৌসুমের সেই জুতো জোড়াই সম্প্রতি কিনে বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম সংগ্রাহক নিক ফিওরেলা। সেই নিলামের আগে অনুমান করা হয়েছিল, জুতো জোড়া প্রায় ১ মিলিয়ন ডলার থেকে ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।
জর্ডান বোধহয় নিজেও আশা করেননি তাঁর পুরনো একজোড়া জুতোর দাম এত উঠতে পারে। অবশ্য কয়েক দিন ধরেই জর্ডানের জুতোজোড়া নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। অনেকেই ওই মূল্যবান জুতো জোড়া কেনার জন্য ঝাঁপিয়েছিলেন। যে কারণে দর হুহু করে বাড়তে থাকে। গড়ে ফেলে রেকর্ডও।
বিএসডি /আইপি