নিজস্ব প্রতিবেদক,
গার্লফ্রেন্ডের জন্মদিনে দামি উপহার দিতে হবে। তাই টাকার জোগাড় করতে ডাকাতিই করে বসল এক যুবক৷ শেষ রক্ষা অবশ্য হয়নি। ২২ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
জানা যায়, দক্ষিণ পশ্চিম দিল্লির ডাবরি এলাকার বাসিন্দা ওই যুবকের নাম বিরাট সিং৷ গত শুক্রবার গভীর রাতে ডাবরি থানায় ডাকাতির অভিযোগ করেন এক ব্যক্তি। তার অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় সীতাপুরী বাস স্ট্যান্ডের কাছে চার দুষ্কৃতী মিলে গলায় ছুরি ঠেকিয়ে তার মোবাইল, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, বাঁধা দেওয়ায় তাকে ছুরি দিয়ে আঘাতও করেছে ওই দুষ্কৃতীরা। মঙ্গলবার ওই অভিযুক্তদের সম্পর্কে খবর পায় পুলিশ। দিল্লির নজফগড়ের গুর্জর ডেয়ারির কাছ থেকে বিরাট সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় ধৃত যুবক জানায়, সে গুরুগ্রামে একটি কল সেন্টারে কাজ করত। কিন্তু লকডাউনে চাকরি চলে যায়। গার্লফ্রেন্ডের জন্মদিনে তাকে দামি উপহার দিতে চেয়েছিল অভিযুক্ত যুবক। সেই কারণেই ডাকাতির সিদ্ধান্ত নেয় সে। ধৃতের কাছ থেকে অভিযোগকারীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের খোঁজছেন পুলিশ।
বিএসডি/এএ