বর্তমান সময় ডেস্কঃ
ফিলিপাইনে এক রেডিও প্রতিষ্ঠানে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান চলাকালে জুয়ান জুমালোন নামের এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ‘ডিজে জনি ওয়াকার’ নামেও পরিচিত ছিলেন।
স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) ভোরে ডিজে জনির নিজ বাসায় অবস্থিত স্টুডিওতে এই ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে জুমালোন ফেসবুকে লাইভ-স্ট্রিমিং করছিলেন যখন সন্দেহভাজন ব্যক্তি রেকর্ডিং বুথে ঢুকে তাকে গুলি করে। তার নিজ বাসাতেই মূলত রেডিও স্টেশন হিসেবে ব্যবহার করা হতো।
পুলিশ জানায়, হত্যার আগে ঘাতক ব্যক্তি ‘জরুরি একটি বিষয় ঘোষণা করতে চান’ জানিয়ে জুমালোনের রেডিও বুথে প্রবেশ করে। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্যানুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
তবে সংস্থাটির দাবি, জুয়ান জুমালানকে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ তাকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে রেডিও উপস্থাপক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র।
বিএসডি/আরপি