নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আলমাস উদ্দিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রামের আন্দকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আলমাস উদ্দিন আহত হয়। এ সময় অটোরিকশায় থাকা আলমাসের মা হাসিনা, অন্য দুই পরীক্ষার্থীসহ অটোরিকশার চালকও আহত হন।
আলমাসের মা হাসিনা ও আহত দুই পরীক্ষার্থী এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আলমাস ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের সৌদিপ্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে।
আলমাসের মামা জহিরুল হক মিলন বলেন, আলমাসের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ছেলের মৃত্যুর সংবাদ মাকে জানানো হয়নি। গ্রামের পারিবারিক কবরস্থানে আলমাসের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ওই পরীক্ষার্থীর মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মরদেহের ময়নাতদন্তের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বিএসডি/কাফি