বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। ২০১২ সালে উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর কেটে গেছে দীর্ঘ এক দশক। কিন্তু এখনো সন্তান নেননি এই দম্পতি!
সাধারণত সংবাদকর্মীরা সহজে পান না রাম চরণকে। তাই এ নিয়ে তাকে প্রশ্ন করার সুযোগও কম। কিন্তু তার স্ত্রী প্রায়ই এই প্রশ্নের মুখে পড়েন! গত বছরের শেষের দিকে এই প্রশ্ন শুনে রেগে গিয়েছিলেন রাম চরণের স্ত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা নিজেই বিষয়টি নিয়ে কথা বললেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।
ভারতের আলোচিত ব্যক্তি জগদীশ বাসুদেব। তিনি সাধগুরু নামেই অধিক পরিচিত। মূলত, তারই এক অনুষ্ঠানে হাজির হয়ে কয়েকটি প্রশ্ন রাখেন উপাসনা। কথার শুরুতে তিনি বলেন—‘খুব আনন্দের সঙ্গে আমাদের বিবাহিত জীবনের ১০ বছর পার করছি। আমি আমার জীবন, আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। কিন্তু মানুষ কেন ‘ট্রিপল আর’ নিয়ে প্রশ্ন তুলছেন?’
কিছুদিন আগে বক্স অফিস কাঁপিয়েছে উপাসনার স্বামী রাম চরণ অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমাটি। কিন্তু উপাসনা তার বক্তব্যে ‘ট্রিপল আর’ দিয়ে কী বুঝিয়েছেন? খানিকটা সময় নিয়ে ব্যাখ্যা করে উপাসনা বলেন—‘‘ট্রিপল আর’ অর্থ হলো—এক. আমার রিলেশনশীপ। দুই. আমার সন্তান জন্মদানের সক্ষমতা। তিন. আমার জীবনের ভূমিকা। আমার মতো অনেক নারী রয়েছেন যারা আমার এই প্রশ্নের উত্তর খুঁজছেন।’’
উপাসনার ভাবনার প্রশংসা করে সাধগুরু বলেন, ‘যে নারী সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাকে দেখে ভালো লাগছে।’ এ কথার জবাবে উপাসনা বলেন, ‘আমি আপনাকে আমার মা ও শাশুড়ির সঙ্গে কথা বলাতে চাই।’
এর আগে রাম চরণ সন্তান না নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন—‘মেগাস্টার চিরঞ্জীবীর সন্তান হিসেবে ভক্তদের খুশি করার কিছু দায়িত্ব আমার রয়েছে। আমি যদি পরিবার শুরু করি তবে মিশন থেকে বিচ্যুত হয়ে যাব। উপাসনারও বেশ কিছু গোল রয়েছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি কয়েক বছর সন্তান নেব না।’
রাম চরণ পরিষ্কারভাবে এসব কথা জানালেও বিভিন্ন সময়ে সন্তান প্রসঙ্গটি টেনে আনেন অনেকে। যা নিয়ে দারুণ বিরক্ত উপাসনা।
বিএসডি/ফয়সাল