আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা। তবে একদিনে আক্রান্তের দিক থেকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ।
করোনা মহামারী ছড়ানোর পর থেকে এপর্যন্ত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ফ্রান্সে প্রথমবারের মত লাখের মাইলফলক পেরিয়েছে।
শনিবার দেশটিতে রেকর্ড সংখ্যক কভিড-১৯ আক্রান্ত শনাক্ত করা হয়েছে। লাখ ছাড়িয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬১১ তে। গত তিন দিন ধরে টানা উর্ধ্বমূখী আক্রান্তের সংখ্যা।
সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কাল মঙ্গলবার সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এই ভিডিও কনফারেন্সের বিষয় কভিড-১৯ নিরাপত্তা ব্যবস্থা। তারা ওমিক্রন ধরন দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগে রয়েছেন। এরইমধ্যে শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ যাদের প্রথম টিকাগ্রহণের তিন মাস হয়েছে তাদের জন্য বুস্টার ডোজ টিকার সুপারিশ করেছে।
সরকার বুস্টার ডোজ টিকা গ্রহণকারীদের হেলথ পাস দিতে চলেছে। এটি দেখিয়ে ক্যাফে, রেস্টুরেন্ট, জনসমাগম স্থলে যাওয়া যাবে। দেশের বাইরে যেতেও কাজে লাগবে হেলথ পাসটি।
বিএসডি/ এলএল