আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ভবনধসের ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া দুর্যোগ মোকাবেলা কর্মীরা এ তথ্য জানিয়েছেন। শনিবার বিবিসি এ খবর জানায়।
গত ২৪ জুন মিয়ামিতে ওই ১২তলা ভবন ধসে পড়ে। এতে কমপক্ষে ৯৭ জন মারা গেছেন। ভবনধসের পর ধ্বংসস্তুপে ১৩ হাজার টন কংক্রিট জমা হয়। এগুলো ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হলেও এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তার পরিবার বলছে, উদ্ধার অভিযান শেষ হওয়ায় তারা অসহায় বোধ করছেন।
স্থানীয় সময় শুক্রবার দুর্যোগ মোকাবেলা দলের প্রধান অ্যালান কোমিনস্কি বলেন, ‘এটা নিঃসন্দেহে ধ্বংসাত্মক। এটা নিশ্চিতভাবে একটি কঠিন পরিস্থিতি।’ ভবনধসের স্থানটিকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে পুলিশ নিয়ন্ত্রণ করছে।
বিএসডি/এমএম