নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের কোনো দেশেরই আশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি এ কথা জানান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি রোহিঙ্গাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। তার দেশে এ ইস্যুতে সর্বাত্মক সহযোগিতা করবে।
এনামুর রহমান বলেন, বৈঠকে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিরিয়ার শরণার্থীরা তার দেশে যেভাবে আছে বাংলাদেশে রোহিঙ্গারা তার থেকে ভালোভাবে আছে। তিনি ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের ব্যাপারেও তার দেশের সহযোগিতার কথা জানিয়েছেন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ প্রতিমন্ত্রীকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তন করা যায় সেজন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলবেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি তার সরকার থেকে যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় দু’দেশের অভিজ্ঞতা বিনিময় করতে চেয়েছেন এবং আমরা তাতে সম্মতি দিয়েছি। এর ফলে ভবিষ্যতে আমরা দুর্যোগ মোকাবিলায় পরস্পর সহযোগিতা করতে পারব।
এনামুর রহমান জানান, কক্সবাজারের মতো আফাদ সংগঠনটি যাতে ভাসানচরেও তাদের সহযোগিতা অব্যাহত করতে পারে সে আবেদন জানান এবং আফাদের প্রধানকে তিনি দায়িত্ব দেন। এ বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বৈঠকে ত্রাণ সচিব মো. মোহসীন এবং ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান (যুগ্মসচিব) হাসান সারওয়ার উপস্থিত ছিলেন।
একদিনের সংক্ষিপ্ত সফরে শনিবার সকাল ৮টায় একটি বিশেষ বিমানে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে একটি প্রতিনিধি দল নিয়ে অবতরণ করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তাকে স্বাগত জানান। এরপর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। এরপর দুপুরে ঢাকায় ফিরে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানান তিনি।
বিএসডি/আইপি