নিজস্ব প্রতিবেদক,
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে বোটে ভাসছিলো ১৩ জন জেলে। সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিপজ্জনকভাবে ভাসমান এই জেলেদের উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ আগস্ট) রাতে কক্সবাজারের লাবনী বিচ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে এই জেলেদের উদ্ধার করে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের আওতাধীন কক্সবাজার স্টেশন।
কোস্ট গার্ড জানায়, এফবি মা মনি নামের ফিশিং বোট গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে অনিয়ন্ত্রিত ভাসতে থাকে। সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ভাসমান থাকা জেলেরা রাতে কক্সবাজার স্টেশনের কোস্ট গার্ডকে বিপদ সংকেত পাঠাত সক্ষম হয়। কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফিশিং বোটটিসহ ১৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। জেলেদের কক্সবাজারে বিসিজি স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে জেলেদেরকে পরিবারের কাছে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়।
বিএসডি/আইপি